প্রেস বিজ্ঞপ্তি :
রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার অতীত সভাপতি প্রফেসর মঈন উদ্দিন আহমদ, পিএইচএফ ২০১৯-২০ রোটাবর্ষে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২, বাংলাদেশের এসিস্টেন্ট গভর্নর মনোনীত হয়েছেন। পহেলা জুলাই ২০১৯ থেকে তিনি দায়িত্বভার গ্রহন করবেন। ইতিপূর্বে তিনি ২০১৪-১৫ রোটাবর্ষে ক্লাব সভাপতির দায়িত্ব পালনে সফলতার স্বীকৃতি স্বরুপ “রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্সিয়াল সাইটেশান” অর্জন করেন। পরবর্তিতে ২০১৭-১৮ রোটাবর্ষে সহকারী জেলা সচিব, 2016-17 রোটাবর্ষে কো-চেয়ার (জেলা বৃত্তি), ২০১৫-১৬ রোটাবর্ষে জোনাল কো-অর্ডিনেটর (কৌশলগত পরিকল্পনা) হিসাবে দায়িত্ব পালন করেন। রোটারীর আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের নিমিত্বে তিনি আমেরিকা, ইংল্যান্ড ও ব্যাংকক ভ্রমন করেন। এ ছাড়া পেশাগতভাবে তিনি চট্টগ্রামস্হ ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের পরিসংখ্যান বিষয়ে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন সমাজসেবা ও আবাসন সংগঠনের সাথে জড়িত। তার মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান সমিতি, চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম ডাইবেটিস সমিতি, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সমিতির আজীবন সদস্য এবং মহানগর গৃহনির্মান সমবায় সমিতি লিঃ এর চট্টগ্রামে ২৬ তলা বিশিষ্ঠ সর্বোচ্চ ও ৪০০ ফ্ল্যাটের সর্ববৃহৎ বানিজ্যিক-কাম-আবাসিক প্রকল্প “সানমার-মহানগর গ্রীনপার্ক” এর উদ্ভোধনকালীন সভাপতি ছিলেন। উল্লেখ্য জনাব মঈন কক্সবাজার পৌরসভাস্হ দক্ষিন তারাবনিয়ার ছরার বিশিষ্ঠ নাগরিক মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ মিয়া ও মরহুমা মোস্তফা আরা বেগমের কনিষ্ঠ পুত্র।