মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম বলেছেন-কমিউনিটি পুলিশিং এর কক্সবাজার জেলা সভাপতি এডভোকেট আমজাদ হোসেন সম্পূর্ণ সামাজিক দায়বদ্ধতা থেকেই কমিউনিটি পুলিশিং এর দায়িত্ব পালন করতেন। তিনি বলেন-প্রায় ১০ মাস যাবৎ কক্সবাজারে এসপি হিসাবে দায়িত্বপালনকালে এডভোকেট আমজাদ হোসেন কখনো নিজের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে তাঁর কাছে কোন তদবির নিয়ে একবারও যাননি। এতে প্রমাণিত হয়েছে, কমিউনিটি পুলিশিং-কে এডভোকেট আমজাদ হোসেন শুধুমাত্র জনকল্যাণমূলক সেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই দায়িত্বপালন করেছেন বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে সুচারুভাবে। এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম বলেন- নিরহংকার, নির্লোভ এডভোকেট আমজাদ হোসেনের মৃত্যুর খবর পেয়ে মনকে কিছুতেই আস্থায় আনতে নাপেরে, পাগলের মতো কক্সবাজার জেলা সদর হাসপাতালে ছুটে গিয়েছিলাম। সেখানে এডভোকেট আমজাদ হোসেনের নিথর মৃতদেহ দেখে বার বার মনে হচ্ছিল, এই অমায়িক, স্বজ্জ্বন, দায়িত্বশীল ও আলোকিত মানুষটির কক্সবাজারবাসীর খুব বেশী প্রয়োজন ছিল। কিন্তু মহান আল্লাহতায়লা এডভোকেট আমজাদ হোসেনকে তাঁর মেহমান করে নিয়ে যাওয়াটাকে আরো বেশী শ্রেয় মনে করেছেন। কক্সবাজার আদালত চত্বরে সোমবার ২৪ জুন সন্ধ্যায় আয়োজিত এডভোকেট আমজাদ হোসেনের প্রথম নামাজে জানাজার পূর্বে স্মৃতিচারণ করতে গিয়ে এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম একথা বলেন। এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম জেলা পুলিশের পক্ষে এসময় গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। জানাজার পর কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশিং এর পক্ষে এডভোকেট আমজাদ হোসেনের কফিনে এসপি এ.বি.এম মাসুদ হোসেনের নেতৃত্বে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় অন্যানের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজোয়ান আহমেদ, পিপি এডভোকেট মমতাজ আহমদ, কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম, কমিউনিটি পুলিশিং এর নেতা মিজানুর রহমান সহ জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।