হারুনর রশিদ,মহেশখালীঃ

মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, মহেশখালীর প্রতিটি অভ্যন্তরীণ সড়ক আরসিসি ঢালায়ের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। এ ছাড়া মহেশখালী-জনতা বাজার সড়ক ও গোরকঘাটা-শাপলাপুর সড়ক ১৮ ফুট প্রশস্ত করে পুন নির্মাণ কাজ শুরু হবে। এ ছাড়া অচিরেই মহেশখালীতে একটি শিক্ষা ফাউন্ডেশন গঠন করা হবে। স্থানীয়দের চাকুরি ক্ষেত্রে যোগ্য করে তুলতে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আগামিতে মহেশখালীতে অসংখ্য কর্মসংস্থানের সৃষ্টি হবে। এসব কর্ম সংস্থানে নিজেদের প্রতিষ্ঠিত করতে এর বিকল্প নেই। মহেশখালীতে উন্নয়ন প্রকল্পের কারণে মানুষের পেশার পরিবর্তন হচ্ছে। এটি মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তিনি ৮ জুন সকাল ১০টায় মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা প্রাথমিক বিদ্যালয়ে মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিঃ এর ঈদ পুর্নমিলনী ও সচিব মোহাম্মদ আবুল কাসেম, উপজেলা পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও এস.এস.সি, জে.এস.সি পরিক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় উন্নয়ন ও পরিকল্পনা একাডেমির মহাপরিচালক (সচিব) মোহাম্মদ আবুল কাসেম। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা। সংগঠনের সভাপতি খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাসেম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও নুরুল মোস্তফা জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মোঃ ছিদ্দিক, সরকারি কর্মকর্তা শাহনাজ পারভীন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, এসিল্যান্ড অংগ্যাজাই মারমা, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, ধলাঘাটার চেয়ারম্যান কামরুল হাসান, শাপলাপুরের চেয়ারম্যান নুরুল হক, সংগঠনের সহ-সভাপতি ব্যবসায়ি সরওয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, হুমায়ুন কবির আজাদ, শিক্ষার্থী আজওয়াত আরহাম, সাজ্জাতুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন নুরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাষ্টার রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা এডঃ জসিম উদ্দিন, মৌলভী ওসমান গণী, শাপলাপুর আওয়ামী লীগের সভাপতি ডাঃ ওসমান সরওয়ার, সাধারণ সম্পাদক জমিস উদ্দিন, এডঃ রফিকুল ইসলাম, কবির হোসেন টিপু, মাস্টার আমান উল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম উল্লাহ সেলিম, মাতারবাড়ি যুবলীগের সভাপতি আবুল কাসেম, কালারমারছড়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম, সাবেক ছাত্রনেতা আবদুল হাকিম, পেশাজীবী শামসুল আলম, মহিউদ্দিন ফয়সল, জেলা ছাত্রলীগ নেতা সরওয়ার কাইছার ছিদ্দিকী সোহেল, কালারমারছড়া শ্রমিকলীগের সভাপতি গোলাম মোস্তফা, যুবনেতা মনির বিন সোলতান, নুর মোহাম্মদ ও নজরুল ইসলাম।