এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া :

কক্সবাজারের উখিয়ায় বাঁশবোঝাই ট্রাক উল্টে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট শুরু হয়েছে ফলে জনদূর্ভোগ বাড়ছে।

শনিবার ভোর ৫টার দিকে শহিদ এটিএম জাফর আলম (আরকান) সড়কে উখিয়া পল্লী বিদুতের সামনে এ দূর্ঘটনা ঘটে।

পল্লী বিদুতের সামনে সড়কের মাঝে গত দুই মাস আগে দুইটি গর্ত হলে সেই গর্ত দিনদিন বড় আকার ধারন করে ফলে প্রতিদিন কোন না কোন যানবাহন দূর্ঘটনার কবলে পড়ে এহেন অবস্থায়ও কর্তৃপক্ষের কোন নজর পড়েনি। আজ বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনার জন্য কর্তৃপক্ষে দায়ী করেছে সচেতন মহল।

প্রত্যক্ষদর্শীরা ইসমাঈল বলেন, দূর্ঘটনা কবলিত গাড়িগুলো দ্রুত রাস্তা থেকে সরানো না গেলে দীর্ঘ যানজট শুরু হয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও পথচারী চরম দুর্ভোগে পড়বেন।

ঘটনাস্থলে থাকা উখিয়া থানার এস আই জহির জানান, রাস্তার বড় ধরনের গর্ত তৈরী হওয়ায় বৃষ্টির পানিতে গর্ত ভরে যায় ভোরে বাঁশবোঝাই ট্রাক গর্ত অতিক্রম করতে গিয়ে উল্টে যায় এবং পাশাপাশি আরেকটি ট্রাক গাছবোঝাই ট্রাক আটকে যায় তবে এ ঘটনায় কোন লোক হতাহত হয়নি।

দূর্ঘটনা কবলিত গাড়িগুলো দ্রুত উদ্ধার করে সড়কে যান চলাচলের উপযোগী করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।