এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১ মে) সকালে চকরিয়া পৌর সদরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে পূর্বনির্ধারিত আলোচনা সভায় মিলিত হয়।

আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহাজাহান ভুট্টো, যুগ্ম-সম্পাদক কামাল আজাদ, চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াবুল হক, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শওকত হোসেন, চকরিয়া-লামা-আলীকদম সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিক ও পরিবহন মালিক সমিতির সভাপতি জামশেদ উদ্দিন বাবুল প্রমুখ। এ সময় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে জাতীয় শ্রমিকলীগ চকরিয়া পৌরসভা শাখার উদ্যোগে মহান মে দিবসের কর্মসূচী পালন করা হয়। দিবসটি উপলক্ষে বুধবার সকালে চকরিয়া পৌর সদরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত র‌্যালীতে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধূরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি যথাক্রমে এম আর চৌধূরী ও আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আলমগীর হোসাইন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচিরসহ শ্রমিকলীগ নেতারা উপস্থিত ছিলেন।