ইমাম খাইর, সিবিএনঃ

কক্সবাজার শহরের লালদীঘির পূর্বপাড়ের জিলানী মার্কেটে (বিলকিস মার্কেটের সামনে) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার বেলা দুইটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করছে।

বেলা আড়াইটায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে  বলে জানা গেছে। হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত জিলানী মার্কেটে রয়েছে কাপড়ের দোকান, সুপার শপ, আবাসিক হোটেলসহ বেশ কয়েকটি মূল্যবান বাণিজ্যিক প্রতিষ্ঠান। পশ্চিম দিকে বিরাম হোটেল এবং পূর্ব পাশে রয়েছে আসাদ কমপ্লেক্স। হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় থমকে দাঁড়ায় পুরো শহর। দিগ্বিদিক ছুটতে থাকে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাফায়াত হোসেন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে সিবিএনকে জানিয়েছেন। তিনি জানান, ঘটনার কারণ অনুসন্ধান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।