মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

“মাদক ব্যবসা হবে নিঃশেষ, এগিয়ে যাবে বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে-‘মাদকমুক্ত সমাজ গঠনে তারুণ্যের ভূমিকা শীর্ষক’ কুইজ কন্টেস্ট’ -২০১৯। আগামী বৃহস্পতিবার ৪ মার্চ কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে ইউএনডিপি-র সহযোগিতায় এ ব্যতিক্রমী কন্টেস্ট অনুষ্ঠিত হবে। কক্সবাজার ভিত্তিক সংগঠন বেটার ইনেয়েশিয়েটিভ ফর বাংলাদেশ-বিআইবি বৃহস্পতিবার ৪ মার্চ সকাল সকাল ৯টায় মাদকের বিরুদ্ধে তরুন সমাজকে উজ্জ্বীবিত করতে এ উদ্দ্যোগ নিয়েছে। এ আয়োজন সম্পর্কে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম বলেন-শুধুমাত্র আইন প্রয়োগ করে মাদক ও জঙ্গি নির্মুল করা শতভাগ সম্ভব নয়। এজন্য দরকার সামাজিক আন্দোলন। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মাদক ও জঙ্গী তৎপরতার বিরুদ্ধে তরুন সমাজকে জাগিয়ে তুলতে পারবো, সমাজকে মাদকমুক্ত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম বলেন-কক্সবাজার জেলা পুলিশ এ ধরনের গঠনমূলক সামাজিক কর্মকান্ডে সহযেগিতা করতে সবসময় প্রস্তুত। এ আয়োজন সম্পর্কে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মুখপাত্র মোহাম্মদ ইকবাল হোসাইন বিআইবি’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন-এ আলোচনা সভা ও কন্টেস্ট তরুণ সমাজের মধ্যে মাদক নির্মুল ও জঙ্গী দমনে সচেতনেতা সৃষ্টিতে ব্যাপক অবদান রাখবে এবং এর মাধ্যমে কক্সবাজারকে বাংলাদেশ তথা বিশ্বের মাঝে পরিচয় করিয়ে দিতে সক্ষম হবে। এ কন্টেস্ট তরুণ সমাজের কাছে মাদকের বিরুদ্ধে একটা ইতিবাচক ম্যাসেজ পৌঁছাবে উল্লেখ করে এডিশনাল এসপি মোহাম্মদ ইকবাল হোসাইন বৃহস্পতিবারের এই কন্টেস্ট এর সার্বিক সফলতা কামনা করেন। এ আয়োজনের অন্যতম সহযোগী সংগঠন বিআইবি’র সভাপতি তানভির আহমেদ ও সহ সভাপতি সুহিভ বিন আদিল এই আয়োজনে সর্বস্থরের তরুন সমাজকে আমন্ত্রণ জানিয়ে বলেন-তরুন সমাজকে মাদক ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে জাগ্রত করার এই মহৎ আয়োজনের মাধ্যমে এ বিষয়ে সকলের মাঝে সচেতনেতা সৃষ্টি করাই আমাদের অন্যতম লক্ষ্য উদ্দ্যেশ্য।