শাহেদ মিজান, সিবিএন:

কক্সবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের কিংবদন্তি নেতা একেএম মোজাম্মেল হকের পুত্র কায়সারুল হক জুয়েল। তিনিই একমাত্র মনোনয়নপত্র দাখিলকারী হওয়ায় এই সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বিজয়ী ঘোষণার জন্য আগামী ১ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ২৮ ফেব্রুয়ারি যাচাই-বাছাই। বাছাইয়ে টিকলেই তাকে বিজয়ী ঘোষণা করবে নির্বাচন কমিশন।

জানা গেছে, কক্সবাজার সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কায়সারুল হক জুয়েল। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন গতকাল মঙ্গলবার তিনি বিপুল নেতাকর্মী নিয়ে মনোনয়পত্র জমা দেন। চেয়ারম্যান পদে হাসান আকবর নামে আরেকজন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়ে শেষ মুহূর্তে তা তুলে নেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে এখন জুয়েল। তবে তাকে বাছাইয়ে টিকতে হবে। না টিকলে তিনিও ঝরে যাবেন। টিকলে তাকে ১ মার্চ আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা দেবে নির্বাচন কমিশন।