প্রেস বিজ্ঞপ্তি :

আসন্ন রামু উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলমকে চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষনা করেছেন রামু উপজেলা আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীরা। ৪ ফেব্রুয়ারি সোমবার রাতে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র বাসভবন “ওসমান ভবনে” অনুষ্ঠিত জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এ ঘোষনা দেয়া হয়। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সহযোগি ও অঙ্গ সংগঠনের সভাপতি-সম্পাদক, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কক্সবাজার জেলা পরিষদ সদস্য, ১১ ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান, রামু উপজেলার ৬১ ভোট কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দসহ ৯৯ ওয়ার্ডের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশাল মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান পদে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবছার কামাল সিকদার মনোনয়ন প্রত্যাশী হিসেবে নাম ঘোষনা করেন। সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র নেতৃত্বাধিন ৬১ ভোট কেন্দ্রের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে উপজেলার ভোট কেন্দ্র ভিত্তিক নেতৃবৃন্দ হাতে হাত রেখে শপথ গ্রহন করেছিলেন।

গতকাল সোমবার সকল মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে দীর্ঘ আলোচনা শেষে সকল মনোনয়ন প্রত্যাশী ও উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম এর নাম ঘোষনা করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, রামু উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী।

এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নি, কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামশুল আলম, নুরুল হক কোম্পানী, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, উপজেলার ১১ ইউনিয়নের ৬১টি ভোট কেন্দ্র ভিত্তিক নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে আওয়ামী লীগ নেতা হাজ্বী নুরুল হকের মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।