cbn  

সোয়েব সাঈদ, রামু
রামুর জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ বক্ত বাবুলের পিতা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শের আহমদ (চেরু মাস্টার) বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৯ বছর। তার এক ছেলে, চার মেয়ে ছিল। শের আহমদ হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রবীন শিক্ষক শের আহমদ রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি উত্তরপাড়া এলাকার মরহুম ফরখন্দ বক্ত’র ছেলে এবং রামু প্রেস ক্লাব সদস্য দৈনিক মানবজমিন ও দৈনিক আজকের দেশ বিদেশ এর রামু প্রতিনিধি আল মাহমুদ ভূট্টো’র নানা।

তাঁর মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) যোহরের নামাজের পর উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

॥ এমপি কমলের শোক ॥
রামুর প্রবীন শিক্ষক শের আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। এক শোক বার্তায় সাংসদ কমল বলেন, মানুষ গড়ার কারিগর শের আহমদ মাষ্টার সমাজকে গড়ার জন্যও নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

॥ সাংবাদিকদের শোক ॥
রামু প্রেস ক্লাবের সদস্য, দৈনিক মানবজমিন ও দৈনিক আজকের দেশ বিদেশ এর রামু প্রতিনিধি আল মাহমুদ ভূট্টো’র নানা প্রবীন শিক্ষক ও সমাজসেবক শের আহমদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, দৈনিক সমকাল এর রামু প্রতিনিধি খালেদ শহীদ, দৈনিক পূর্বকোন এর রামু প্রতিনিধি নীতিশ বড়ুয়া, মাছরাঙ্গা টিভির কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়া, দৈনিক আমাদের সময় এর রামু প্রতিনিধি সোয়েব সাঈদ, দৈনিক বাঁকখালীর রামু প্রতিনিধি খালেদ হোসেন টাপু, এটিএন নিউজ এর কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া, দৈনিক দৈনন্দিন এর রামু প্রতিনিধি আবুল কাসেম, দৈনিক হিমছড়ির রামু প্রতিনিধি ওবাইদুল হক নোমান, দৈনিক ভোরের ডাক এর রামু প্রতিনিধি আবুল কাসেম সাগর, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রমূখ। সাংবাদিক নেতৃবৃন্দ প্রবীন এ শিক্ষকের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •