বার্তা পরিবেশক:

৩০ অক্টোবর থেকে ৩১৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ মাইন উদ্দিন, এসআই স্বপন কুমার ভৌমিক, এসআই শাহাজ উদ্দিন, এসআই সনৎ বড়ুয়া, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কায়েস আকন্দ সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলেন, ০১। খোরশিদা বেগম, পিতা- ফজলুল করিম, সাং- রুমকা পালং, ৯নং ওয়ার্ড, হলুদিয়া পালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, ০২। মোঃ শাহাজাহান, পিতা- গুরা মিয়া, সাং- উত্তর মাইজ, ঈদগাঁও থানা ও জেলা- কক্সবাজার, ০৩। শাখায়াত হোসেন প্রঃ হ্নদয়, পিতা- মৃত দেলোয়ার হোসেন, সাং- পরাতন বাহারছড়া শৈবালের সামনে, এপি- ঝাউতলা গাড়ীর মাঠ, স্ক্রাপ গলি, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। হাসান মোহাম্মদ সাগর, পিতা- মোঃ ইসমাইল, সাং- নতুন বাহারছড়া, এপি, নুনিয়ারছড়া তিন রাস্তার মোড়, থানা ও জেলা- কক্সবাজার, ০৫। জসিম উদ্দিন, পিতা- আব্দু শুক্কুর ,সাং- পশ্চিম ভাদিতলা ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার, ০৬। ওমর ফারুক প্রঃ বাদশা, পিতা- মৃত লাল মিয়া, সাং- মধ্যম কুতুবদিয়া পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০৭। হাবিবুল্লাহ, পিতা- মোঃ ছৈয়দ রহমান, সাং- মহশেনিয়া পাড়া, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুল আজম অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।