আবুল আলী, টেকনাফ :
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশী মদ বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী র‌্যাব-৭ টেকনাফ ক্যা¤প-১ এর ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহাতাব (এক্স) বিএন বলেন, গত সোমবার রাতে তারই নেতৃত্বে র‌্যাব এর একটিদল হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এর পশ্চিম পার্শে মুদির দোকানে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদে সিকান্দারের মুদির দোকানে অভিযান পরিচালনা করে হোয়াইক্যং নয়াবাজার এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মো. সিকান্দার(৬২)কে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তার ছেলে মো.মোতালেব (৩৫) পালিয়ে যায় বলে জানায় র‌্যাব। পরে আটক মাদক ব্যবসায়ীর স্বীকারোক্তিতে দোকানের মাচার উপর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১৬টি ১২% বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে, একই দিন রাতে র‌্যাব-৭ এর একটি টহলদল টেকনাফ পৌরসভা বাস ষ্টেশান এলাকায় অবস্থান কালে গোপন সংবাদে মাদক ব্যবসায়ী পুরাতন পল্লান পাড়া এলাকায় মো. সেলিমের বাড়ীতে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের গোপন সংবাদে র‌্যাবের একটিদল তার বাড়ীতে অভিযান চালিয়ে বাড়ীর পেছনে মাটির ভেতর রাখা ২৮ বোতল মায়ানমারের গ্রেন রয়েল মদসহ মাদক ব্যবসায়ী টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার মৃত সোনা আলী ছেলে মো. ইদ্রিস(২৯)কে আটক করা হয়। পরে মদের ঘটনায় মো. সেলিমকে পলাতক আসামী করে আটক মাদক ব্যবসায়ীদের আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।