মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের কৃতি সন্তান শফিউল আজিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসাবে পদোন্নতি লাভ করেছেন। বিসিএস(প্রশাসন) ক্যাডারের শফিউল আজিম কক্সবাজার শহরের হাঙ্গর পাড়ার মরহুম ডাঃ আজিম উদ্দিনের পুত্র। কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৫ ব্যাচের কৃতি ছাত্র। ১৯৯২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি বিসিএস(প্রশাসন) ক্যাডারে যোগ দেন।২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদের পিএস হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে শফিউল আজম কাতারে বাংলাদেশ দুতাবাসে ও সর্বশেষ তিনি ব্রুনাইতে বাংলাদেশ দূতাবাস কর্মরত ছিলেন।
অভিনন্দন :
কৃতি কউবিয়ান আজিম উদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসাবে পদোন্নতি লাভ করায় কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৮৪ এসোসিয়েশন আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ১৯৮৪ ব্যাচ কসউবিয়ানেরা শফিউল আজিমের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।