প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন-ধর্মীয় শিক্ষা মানুষের মাঝে মূলবোধের সৃষ্টি করে। তাই আমাদের সন্তানদের ছোটকাল থেকেই অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে। তিনি সোমবার সকালে সাংষ্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলা প্রশাসন ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আয়োজিত “মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ভূমিকা” শীর্ষক জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ। স্বাগত বক্তব্যে রাখেন-মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রঞ্জিত কুমার দাস।