সংবাদদাতা , চট্টগ্রাম:

সড়ক দুর্ঘটনারোধে আগামী প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহযোগীতায় সারা দেশে শাখা সমূহের উদ্যোগে প্রতিটি জেলায় প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট, এ প্রশিক্ষণরত শিক্ষক/শিক্ষিকাদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শাখার কর্মসুচিতে যোগ দিতে ৭দিনের সফরে ২২ সেপ্টেম্বর চট্টগ্রামে আসছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সপ্তাহব্যাপী কর্মসুচিতে রয়েছে চট্টগ্রাম মহানগর কমিটির আয়োজনে ২২ সেপ্টেম্বর ২০১৮ইং দিনব্যাপী প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট চট্টগ্রামে শিক্ষকদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, ২৩ সেপ্টেম্বর চকরিয়া শাখার আয়োজনে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট কক্সবাজারে শিক্ষকদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা ও ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীদের মাঝে ওরিয়েন্টেশন কর্মশালা, ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পথ চাই স্বস্থির শীর্ষক শিক্ষার্থী সমাবেশ ও ২৬ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় এবং ২৭ সেপ্টেম্বর চাঁদপুর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এ শিক্ষকদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাহাবুবর রহমান, প্রধান বক্তা থাকবেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিশেষ অতিথি থাকবেন মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মনজুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন (বেলাল), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি চট্টগ্রাম সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জি:) রায়হানা আক্তার উর্থি, প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট, চট্টগ্রামের সহকারী সুপারিনটেনডেন্ট রওশন আক্তার জাহান, সভাপতিত্ব করবেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস.এম আবু তৈয়ব এছাড়াও নিরাপদ সড়ক চাই’র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের নগরের কর্মসূচীতে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।