cbn  

অনলাইন ডেস্ক : ‘বেবি ডল’ এবার দিল্লিতে। অমিতাভ বচ্চন, অনিল কপূর, শাহরুখ খান কিংবা সালমান খানের সঙ্গে এক সারিতেই তিনি। রাজধানীর মাদাম তুসোর মিউজিয়ামে এবার বসল সানি লিওনের মূর্তি। মঙ্গলবার একটি অনুষ্ঠানে সানি নিজেই উদ্বোধন করলেন সেই মূর্তির। বললেন, ‘‘আমি অসম্ভব খুশি এই মূর্তিটা দেখে।এত নিখুঁত এটা। অনেকদিন ধরে অনেক শিল্পীরা মিলে চেষ্টা করছেন আমার এই মূর্তিটা তৈরি করতে। এই ধরনের কাজ অত্যন্ত প্রশংসনীয়।’’

সানির কথায়, ‘‘এই মিউজিয়াম মানুষের কাছে একটা অন্যতম আকর্ষণের কারণ। আর সেই মিউজিয়ামেই তাঁর মূর্তি বসল। এটা ভেবেই তাঁর অসম্ভব ভাল লাগছে।’’
বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ সানি লিওন। বললেন, ‘‘নিজের মূর্তি দেখে আমি খুব এক্সাইটেড। অত্যন্ত সম্মানিত বোধ করছি এ রকম একটা সংগ্রহশালায় আমার মূর্তি বসানোয়।’’
তবে শুধু সানি নন, তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও উচ্ছ্বাস প্রকাশ করেন সানির মূর্তি দেখে। নিজের ছবি ও ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
সানি এর আগেও জানিয়েছিলেন, ‘‘মাদাম তুসোয় মূর্তি বসানোর জন্য আমায় সিটিং দিতে হয়েছিল শিল্পীদের সঙ্গে। এটা অসম্ভব ভাল একটা অভিজ্ঞতা। এটা আমি কখনও ভুলতে পারব না।’’

সুত্র: আনন্দ বাজার

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •