cbn  

সোয়েব সাঈদ, রামু :

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের রামুতে শুভাগমন উপলক্ষে আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রামুতে বিশাল জনসভা ও বাইপাস স্টেশনে নির্মিত বৃহত্তম ফুটবল ভাস্কর্যের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকাল তিনটায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভায় এমপি কমল বলেন, রামু-কক্সবাজারের বর্তমান সরকার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে রামুবাসী দলে-দলে মিছিলে-মিছিলে এ উন্নয়নের জানান দেবে। ইতিমধ্যে কক্সবাজার, রামু, বৃহত্তর ঈদগাও এর প্রত্যন্ত অঞ্চলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানাতে জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে। তিনি দলের সর্বস্তুরের নেতাকর্মীকে ২৩ সেপ্টেম্বর রামুতে বিশাল জনসভা ও বাইপাস স্টেশনে নির্মিত বৃহত্তম ফুটবল ভাস্কর্যের শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্বতঃস্ফর্তভাবে যোগ দেয়ার আহবান জানান।

রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, জেলা পরিষদ সদস্য শামসুল আলম চেয়ারম্যান ও নুরুল হক কোম্পানী, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ মাস্টার, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো ও এমএম নুরুচ ছাফা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, সহ সভাপতি ওসমান সরওয়ার মামুন, আবছার কামাল সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুব আলম চৌধুরী, যুবলীগ নেতা নবীউল হক আরকান, আওয়ামীলীগ নেতা সৈয়দ মো. আবদু শুক্কুর, সাংসদ কমলের একান্ত সচিব ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, রামু উপজেলা মোটর পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আহসান উল্লাহ, উপজেলা তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি শফিকুল আলম কাজল, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন প্রমূখ। এতে রামু উপজেলার ১১টি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ২৩ সেপ্টেম্বর বিকালে বাইপাস স্টেশনে নির্মিত বৃহত্তম ফুটবল ভাস্কর্যের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এরআগে তিনি চৌমুহনী চত্বরে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব উল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার সম্পাদক, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের উপ- প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

বিকাল ৪ টায় অনুষ্ঠিতব্য বিশাল জনসভায় সভাপতিত্ব করবেন, তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। সভার সঞ্চালনা করবেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •