এম মনছুর আলম, চকরিয়া:

বেসরকারি সংস্থা শেড এর উদ্যোগে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ গতকাল সোমবার সকালে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরীর একটি সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ‘কক্সবাজার জেলার জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্প’ (সিভিক) এ প্রশিক্ষণে সহযোগিতা করছে।

তৃণমূল পর্যায়ে ঝরেপড়া বেকার যুব ফোরামের সদস্যদের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য দক্ষতা উন্নয়নে গবাদি পশু পালন ও মোটাতাজাকরণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেন চকরিয়া উপজেলা ভেটেরিনারী সার্জন ফেরদৌসি আকতার। এছাড়া আরও বক্তব্য দেন প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, প্রকল্প কর্মকর্তা শওকত উসমান, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মনজুর আলম, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের লাইফস্টক সার্ভিস প্রোভাইডার মো. জোবায়ের, প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. ফরহাদ পিয়ার।