সিবিএন:
কক্সবাজারে ইয়াবা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ইমাম হোসেন নামে এক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ আদালতের (প্রথম) বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ইমাম হোসেন টেকনাফ উপজেলার সাব্রাং ইউনিয়নের আচারবনিয়া পাড়ার মৃত সৈয়দ আহমদের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে ৩০ হাজার ইয়াবাসহ বিজিবির কাছে আটক হন ইমাম। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ আদালতের (প্রথম) সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়া উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।