সংবাদদাতা:
পর্যটন নগরী কক্সবাজারে জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে।এ উপলক্ষ্যে শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কক্সবাজার প্রেসক্লাবে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান।
এ সময় তিনি বলেন, খুব অল্প দিনে বাংলাদেশের খবর পত্রিকাটি কক্সবাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনে এগিয়ে যেতে হবে। এ সময় তিনি সাধারণ মানুষের খবরকে বেশি করে প্রাধান্য দেওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমানকে কেক খাইয়ে দিয়ে বর্ষপূতিতে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর আহামদ, সিনিয়র আইনজীবি এড.শামসুল হক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনূপ বড়ুয়া অপু, পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য এড. আয়াছুর রহমান, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি তোফায়েল আহামদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস রানা, চ্যানেল আই প্রতিনিধি সরওয়ার আজম মানিক, ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ জুনাইদ, কক্সবাজার ক্রিড়া লেখক সমিতির সভাপতি সাংবাদিক এম আর মাহবুব, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক হারুন উর রশিদ, সদস্য প্রভাষক জসিম উদ্দিন, আলী রেজা তসলিম, শিক্ষক সাইফুল কবির সাঈকী, একুশে টিভি প্রতিনিধি আবদুল আজিজ, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর বার্তা সম্পাদক ও দৈনিক সাঙ্গুর কক্সবাজার প্রতিনিধি ইমাম খাইর, কক্সবাংলার সম্পাদক চঞ্চল দাশ গুপ্ত, দৈনিক বাংলাদেশের খবরের টেকনাফ উপজেলা প্রতিনিধি জাবেদ ইকবাল চৌধুরী, চকরিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম খোকন, পেকুয়া উপজেলা প্রতিনিধি আবদুল করিম বিটু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে পেশাজীবি, সংবাদকর্মী এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।