তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম ব্যুরো :

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের দুর্নীতি মামালায় রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মচারী অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অলি উল্লাহ সুমন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার কার্যালয়ে সহকারী পরিদর্শক পদে কর্মরত আছেন। অনুসন্ধান শেষে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) নগরের কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে এ মামলা করেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন।

গত ৪ জুলাই রেলওয়ের এক কর্মকতাকে মারধরের ঘটনায় অলি উল্লাহ সুমনকে সাময়িক বহিস্কার করে রেলওয়ে কর্তৃপক্ষ।

দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন বলেন, প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, মো. মিজানুর রহমান সুমনকে চাকরি দেওয়ার নামে ৩ লাখ ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণ, বিভিন্ন ব্যাংক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অপরাধে রেলওয়ের কর্মচারী অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শরিফ উদ্দিন তিনি আরো বলেন, অনুসন্ধান শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জানা যায়, অলি উল্লাহ সুমন ২০০৫ সালের ১৬ জানুয়ারি রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দফতরে পিয়ন হিসেবে যোগদান করেন। পরে অফিস সহকারী পদে পদোন্নতি পান। গত বছরের জুলাই মাসে সহকারী দাবি পরিদর্শক পদে পদোন্নতি পান অলি উল্লাহ সুমন।