সিবিএন:

কক্সবাজারে আকাশপথে ইয়াবা পাচারের চেষ্টাকালে ৪ হাজার ৮০০ ইয়াবা সহ জিয়াউল ইসলাম (২৭) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাবের একটি দল।

বুধবার বেলা ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দর গেইট থেকে এসব উদ্ধার করা হয়। ধৃত রোহিঙ্গা টেকনাফের হ্নীলা ইউপি’র লেদা রোহিঙ্গা ক্যাম্পের ৪ নং ব্লকের মো. বাছের আহমদের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, ইউএস বাংলা বিমানযোগে ইয়াবা পাচারের জন্য কয়েকজন মাদক ব্যবসায়ী কক্সবাজার পৌর এলাকায় অবস্থান করছে এমন তথ্য ছিল র‌্যাবের কাছে। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব বিমানবন্দর এলাকায় অবস্থান নেন। এসময় সন্দেহজনক গতিবিধি কারণে জিয়াউল হাসানের শরীর ও লাগেজ তল্লাশি করা হয়। তল্লাশীতে লাগেজে ইয়াবাগুলো পাওয়া যায়।

ধৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার রাতে র‌্যাব ৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, জিয়াউলের কাছ থেকে আরো কিছু ইয়াবা পাচারকারীদের তথ্য পাওয়া গেছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।