সংবাদদাতাঃ
কক্সবাজার পৌরসভার এক নারী কাউন্সিলরের শ্লীলতাহানির অভিযোগে আওয়ামী মৎস্যজীবিলীগের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
২১ আগষ্ট রাতে শহরের বিজিবি ক্যাম্প এলাকার ড. খলিলুর রহমান সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মৎস্যজীবীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সিরাজের পাড়ার মৃত নুরুচ্ছফার ছেলে ও বর্তমানে শহরের বিজিবি ক্যাম্পের নুরুল কবির চৌধুরীর ভাড়াটিয়া বাসিন্দা একেএম আজিজুল হক চৌধুরী (৪৫), সদর উপজেলার পোকখালী পশ্চিম সিকদার পাড়ার মৃত বদিউজ্জামানের ছেলে মো. নাসির উদ্দিন (৫৬) এবং কুতুবদিয়া উপজেলা উত্তর ধুরুং বাকখাঁলী গ্রামের ওবায়দুল হোসেনের ছেলে ও পৌরসভার বিজিবি ক্যাম্পের চৌধুরী পাড়ার খলিলুর রহমান সড়কের বাসিন্দা নুরুল সুলতান (৩৫)।
একই দিন ভিকটিম অভিযুক্তদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। এ মামলায় আদালতের মাধ্যমে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, শহরের বিজিবি ক্যাম্প এলাকার ড. খলিলুর রহমান সড়ক দিয়ে যাওয়ার পথে পৌরসভার এক নারী কাউন্সিলের শ্লীলতাহানির চেষ্টা করে আজিজসহ ৩ ব্যক্তি। এসময় আশেপাশে লোকজন এগিয়ে গেলে তারা পাশ্ববর্তী নুরুল সুলতানের বাসায় ঢুকে যান। এলাকাবাসী বাড়িটি ঘিরে রেখে পুলিশে খবর দেয়।
ওই বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে।
ঘটনার পরে রাত ১২ টার দিকে ভিকটিম নিজে বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল আজম বলেন, শ্লীলতাহানির অভিযোগে ভিকটিম কাউন্সিলর মূল অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় আদালত আসামীদের কারাগারে পাঠিয়েছে।