আজিম নিহাদ :
ঈদের ২য়দিন আজ। বিকেলে পড়ন্ত বিকেলে সমুদ্র অবলোকন করে জেলার বিভিন্ন উপজেলার মানুষের শহর ত্যাগে ধুম পড়ে। শহর থেকে বের হওয়া এবং প্রবেশ মুখ বাস টার্মিনালে লেগে যায় তীব্র যানজট। স্বল্প সংখ্যক ট্রাফিক পুলিশ এই যানজট নিরসনে অনেকটা অপারগ হয়ে পড়ে।

ওই সময়ে যানজট নিরসনে রাস্তায় নেমে পড়ে ছাত্রলীগের একদল কর্মী। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় যানজট নিসরন করে সব যানবাহনকে শৃঙ্খলার মধ্যে আনতে সক্ষম হয় তারা। এরফলে ভোগান্তি দূর হয়ে যায়। আর স্বস্তিতে শহর ত্যাগ করে লোকজন।

যানজট নিরসনের এই দায়িত্বটি পালন করে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন ছাত্রলীগ। ঝিলংজা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রবিউল আলম হৃদয় ও যুগ্ম আহ্বায়ক সিয়াম মাহমুদ সোহেলের নেতৃত্বে প্রায় ২১ জন ছাত্রলীগের কর্মী যানজট নিরসনে অংশ নেয়।

ছাত্রলীগের এমন উদ্যোগের প্রশংসা করেছে পর্যটক, স্থানীয় ও গাড়ির চালকেরা।

ঝিলংজা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রবিউল আলম হ্নদয় ও যুগ্ম-আহবায়ক সিয়াম মাহমুদ সোহেল জানান, জেলা ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহম্মেদ জয়ের নির্দেশেনা রয়েছে, ঈদে যে কোন দুর্ভোগে মানুষের পাশে দাঁড়াতে। তাই তারা যানজট নিরসনে এই দায়িত্ব পালন করেছেন।