শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর:

কক্সবাজার সদরের চৌফলদন্ডী ৮নং ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশে চলছে উপ-নির্বাচন।সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে চলছে ভোট গ্রহন। উপ নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে ভোট হচ্ছে হাড্ডাহাড্ডি। আইনশৃংখলাবাহিনীর সদস্যরা রয়েছে কড়া নজরদারীতে।২৫ জুলাই প্রচুর বৃষ্টিপাতের মধ্যেও সকাল ৮ থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে এসেছে।এদিকে নির্বাচনে অংশ নিয়েছে চার বারের সাবেক মেম্বার মরহুম ফরিদুল আলমের ছোট ভাই যুবলীগ নেতা কুতুব উদ্দীন রাজু তার প্রতীক বৈদ্যতিক পাকা,নিকটতম প্রতিদ্বন্দ্বী এহছানুল হক তার প্রতীক ফুটবল।

আইনশৃংখলার দায়িত্বে থাকা ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চলছে।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি।আশা করি ঘটবেও না।পুলিশ, আনসার,ব্যাটালিয়নের পর্যাপ্ত পরিমান সদস্য মোতায়েন রয়েছে।

সাধারণ ভোটারদের সাথে কথা হলে তারাও শান্তিপূর্ন পরিবেশে ভোট প্রয়োগ করছে। তবে তরুন ভোটারের জানায় এ বারে তারা তরুন প্রতিনিধি নির্বাচিত করবে।সে ক্ষেত্রে কুতুব উদ্দীন রাজু অনেকটা এগিয়ে রয়েছে বলে তার কর্মী সমর্থকরা জানায়।এহছানুল হকও জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭৯৮।তৎমধ্যে পুরুষ ৮৩৮, নারী ৯৬০ জন।নতুন মহাল, ঘোনা পাড়া,বোয়ালীয়া পাড়া নিয়ে গঠিত এ ওয়ার্ড।

উল্লেখ্য,চলিত বছরে ২৫ ফেব্রুয়ারী অত্র ওয়ার্ডের চার বারের মেম্বার ফরিদুল আলম মৃত্যু বরন করলে আসনটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।