সিবিএন:
কক্সবাজার শহরের অন্যতম ক্রাইমজোন পাহাড়তলী ইসলামপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসীর গুলিতে মোঃ ইসমাইল ( ২৬) নামে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার লালুর ছেলে ও পেশায় ইলেকট্রিক মেস্ত্রি। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, গুরুতর অবস্থায় মো. ইসমাঈল নামে যুবককে হাসপাতালে আনা হয়। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

নিহতের স্বজনেরা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নুর আহমদ, জহির, জিয়াসহ একদল সন্ত্রাসী মো. ইসমাঈলকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হলে রক্তাক্ত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা এলাকায় পৌঁছেছি। স্থানীয়দের ভাষ্য নিচ্ছি। যতটুকু জেনেছি, দুই সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বের জেরে ঘটনাটি ঘটেছে। বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে, ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান থানার ওসি।

গত শুক্রবার (২৯ জুন) বাদে জুমা শহরের দক্ষিণ রুমালিয়ারছরা আশুরঘোনা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এএইচএম তানভীর আহমেদ নামে কলেজ শিক্ষার্থী খুন হয়। ঘটনার ৪ দিনের মাথায় শহরে আরেকটি খুনের ঘটনা ঘটলো।