সিবিএন : কক্সবাজার সিটি কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন রবিবার শহরের অভিজাত রেস্টুরেন্ট রেডিয়েন্ট ফিস ওয়ার্ডে অনুস্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী ।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সিটি কলেজ অধ্যক্ষ ক্য থিং অং বলেন , পবিত্র রমজান সংযম সাধনার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির ও শিক্ষা দেয় । শিক্ষার্থীরা এ শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে । অন্যান্যদের মধ্যে বক্তব্য  রাখেন , মাটিরাঙ্গা কলেজের অধ্যক্ষ প্রশান্ত ত্রিপুরা , অধ্যাপক আনোয়ার জাহিদ, অধ্যাপক সালাহউদ্দিন, বিভাগীয় শিক্ষার্থী রিদুয়ানুল হক,রুহুল আমিন, হাবিব হাসান মুন্না এবং বিভাগীয় কর্মচারী আমিনুর রশীদ ।

বিভাগীয় শিক্ষার্থী আবদুল মান্না রানার উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জসিম উদ্দিন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর সৌজন্যে বাংলাদেশের প্রথম সবচেয়ে বড় ফিস এক্যুরিয়াম পরিদর্শন করেন।