শনিবার (২ জুন) স্থানীয় কয়েকটি দৈনিকে টেকপাড়ায় চলছে গভীর নলকূপ স্থাপন শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যেপ্রণোদিত এবং সত্য ঘটনার পুরো উল্টো। মূলত সংবাদে যে জায়গার কথা উল্লেখ করা হয়েছে সেটি আমার ব্যক্তিগত জায়গা এবং কিছু অংশ পৌরসভার মালিকানাধীন। মূল বিষয় হচ্ছে সেখানে এলাকার মানুষের পানির সমস্যা দূরীকরণের জন্য যখন এলাকার কিছু লোক নলকূপ স্থাপনের কথা আমাকে বলে আমি নিজ ইচ্ছায় এলাকার মানুষের স্বার্থে আমার জায়গায় নলকূপ স্থাপনের অনুমতি দিই। পরে আমার উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে নলকূপ স্থাপনের কাজ উদ্বোধন করি। কিন্তু পরবর্তীতে এসে দেখতে পায় নলকূপ স্থাপনের কাজ শেষ হওয়ার আগেই সেখানে ছোট ছোট কক্ষ (ঘরের আকারে) তৈরি করা হয়েছে। সেখানে বাধা দেয়ায় আমার বিরুদ্ধে এই অপপ্রচার শুরু হয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে আমি আগামী নির্বাচনে ৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হচ্ছি। সেটাকে মানুষের মাঝে অন্যভাবে উপস্থাপন করিয়ে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই আমার প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে হেয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এধরণের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদে কাউকে বিভ্রান্ত না হয়ে এলাকার স্বার্থে কাজ করার অনুরোধ করছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের সত্য ঘটনা জেনে এবং সরেজমিনে গিয়ে সংবাদ পরিবেশনেরও অনুরোধ করছি।

প্রতিবাদকারী

আব্দুল গাফফার

সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।