নিজস্ব প্রতিবেদক:
খতিয়ান জাল করে জায়গা রেজিষ্ট্রির অভিযোগে জাহাঙ্গীর আলম নামের যুবককে ১ বছরের কারাদন্ড দিয়েছে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজিম উদ্দিন।

৮ এপ্রিল দুপুরে তাকে এ দণ্ড প্রদান করা হয়।

জাহাঙ্গির আলম কক্সবাজার সদরের পিএমখালীর ছনখোলা পশ্চিম পাড়ার মোঃ আলমগীরের ছেলে।

মোঃ নাজিম উদ্দিন জানান, জাহাঙ্গির আলম মোটা অংকের টাকার বিনিময়ে নুর মোহাম্মদের জায়গা আলমগীরের নামে ভূয়া খতিয়ান সৃজন করে বিক্রির সহযোগিতা করে । ভূয়া খতিয়ান সৃজন ও জাল দলিল বানানোর বিষয়টি প্রমানিত হওয়ায় উক্ত জাহাঙ্গির আলমকে ১ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জায়গার দাম বৃদ্ধির কারনে জেলাব্যাপি দালাল ও ফড়িয়াদের কারনে সাধারণ হয়রানির শিকার হচ্ছে।