প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক ডেসটিনি’র জেলা প্রতিনিধি, দৈনিক সমুদ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক , কক্সবাজার সিটি কলেজের সহকারি অধ্যাপক মঈনুল হাসান চৌধুরী পলাশের বিরুদ্ধে পরপর দুইটি মিথ্যা মানহানির মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছে কক্সবাজার রিপোর্টাস ইউনিটি।

এক বিবৃতিতে বলা হয়, একটি চিহ্নিত ইয়াবা সিন্ডিকেট ও সাংবাদিকতা পেশাকে সমাজে হেয় প্রতিপন্ন করার সাথে জড়িত অপশক্তি সৎ, সাহসী, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই কথিত, মিথ্যা, বানোয়াট মামলা দায়ের করছে।

বিবৃতিতে মহান সাংবাদিকতা পেশার পরিচয় ধারণ করে নানা রকম চাঁদাবাজি, দালালী, ভূমিদস্যুতা ও ইয়াবা পাচারের মতো অপরাধী কর্মকান্ডে জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর।