৮ এপ্রিল স্থানীয় বিভিন্ন দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশিত “ঈদগাঁওতে পিকআপ উদ্ধারের ঘটনা ধামাচাপার চেষ্টা”শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।সংবাদটি সম্পন্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও মনগড়া।যার বিন্দুমাত্র সত্যতা নেই, সংবাদে আমাকে জড়িয়ে যে কল্পকাহিনী সাজানো হয়েছে তা একপেশে মনগড়া।মুল ঘটনা না জেনে সংবাদ পরিবেশনকে সাংবাদিকতা বলে না।মুলত যেই পিকআপ উদ্ধারের ঘটনা উল্লেখ করা হয়েছে সেটি ছিনতাই কিংবা চুরি হয়নি।আসল কথা হচ্ছে গাড়িটির মালিক কক্সবাজার সদরের খুরুস্কুল ইউনিয়নের বাসিন্দা জয়ধন মেম্বারের।উক্ত পিকআপটি জেলা শহরসহ বিভিন্ন স্থানে ভাড়া চলত।গত ১২/১৩ দিন পুর্বে পিকআপটি ঈদগাঁও এলাকায় আসলে চালক অসুস্থ হয়ে পড়ে।এ সময় মালিক জয়ধন মেম্বার ব্যবসায়ীক কাজে ঢাকা অবস্থায় করায় গাড়িটি আমার বাসায় রাখার জন্য বললে চালক গাড়িটি আমার বাড়ির সামনে মন্দিরের উঠানে রেখে চলে যায়।আমিও ব্যবসায়ীক কাজ নিয়ে ব্যস্ত থাকায় গাড়িটির ব্যাপারে আর খোঁজ নিয় নাই।এমন সময়ে স্থানীয় কিছু কুচক্রী মহল পুলিশকে ভুল তথ্য দিয়ে গাড়িটি তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। মালিক জয়ধন ঢাকা থেকে ফিরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে আসলে আইসি না থাকায় গাড়িটি নেওয়া সম্ভব হয়নি।এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য স্থানীয় কিছু কুচক্রীমহল সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ডাহা একটি মিথ্যা সংবাদ ছাঁপিয়েছে।আমি রাজনৈতিক, ধর্মীয়,সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি দীর্ঘদিন ধরে।আগামী সম্মেলনে সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রার্থী ও ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থীতা ঘোষনা এবং স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করলে স্থানীয় একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগে।এমন কি আমার ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে ঐ কুচক্রী মহলটি।আমার দীর্ঘদিন এ পথ পরিক্রমায় থানা,কোর্ট,গ্রাম আদালত কিংবা অন্য কোথাও মামলা তো দূরের কথা সাধারণ একটা ডাইরিও নেই।এ ধরনের তুচ্ছ বিষয় নিয়ে আমাকে ছিনতাইকারী উল্লেখ করায় সংবাদটি হাসির খোরাকে পরিনত হয়েছে।উল্লেখিত সংবাদে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।এবং সংবাদকর্মী ভাইদেরকে অনুরোধ করব সত্যতা যাচাই বাচাই পুর্বক সংবাদ পরিবেশন করবেন।

প্রতিবাদকারী–
চন্ডি আচার্য্য
পিতাঃ মৃত আরথিস আচার্য্য
সাং – হরিপুর, ইউপি ইসালামাবাদ, থানা জেলা কক্সবাজার।