কামাল শিশির,রামু :

কক্সবাজার রামুর ঈদগড় হাসনাকাটা ১৫নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ছাত্র মো: কামাল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক এজাহারুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিঠির সভাপতি দিদারুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ,ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো। বিশেষ অতিথি ছিলেন,রামু উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সেলিমগীর হোসেন,র্গজনিয়া সুখ মনিয়া প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুল আজাদ রাসেদ,এম ইউপি মো: হোছন টুনু,সাবেক মহিলা সদস্য আনোয়ারা বেগম,সমাজ সেবক দিদারুল ইসলাম,ঈদগড় ইউনিয়ন যুবলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ইব্রাহীম খলিল। স্বাগত বক্তব্য রাখেন,রামু উপজেলা শ্রেষ্ট প্রধান শিক্ষক বদরুদ্দিন । বক্তব্য রাখেন,ক্যায়াংঙ্গারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা,সহকারী শিক্ষক ছৈয়দ আলম,পরিচালনা কমিঠির সদস্য নুরুল আবছার,নুরুল আলম কুতুবী,ইছহাক কামাল প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন,মো: ইউছুফ ,দাতা সদস্য জাহাঙ্গীর আলম,পরিচালনা কমিঠির সদস্য জহির উদ্দিন,ছপুর আলম,আনোয়ার হোছন,রেহেনা আক্তার,সাকেরা বেগম,সহকারী শিক্ষক আজাদ,শিক্ষিকা সাহেদা আক্তার,রেবেকা জাহান বাপ্পি ও মিনু আক্তার । প্রধান অতিথিসহ অন্যান্যরা বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন । এছাড়া সৌদি প্রবাসী শামশুল আলমের দেওয়া ৫হাজার টাকা ইউপি চেয়ারম্যানের হাতে তুলে দেন মাসেদুল হক আরমান । প্রধান অতিথি বলেন,আন্তরিকতা ও দেশ প্রেমে সবাইকে এক হয়ে কাজ করতে হবে । তাহলে সকল সমস্যা সহজেই সমাধান করা যাবে । এছাড়া তিনি পরিষদ কতৃক সহযোগিতার আশ্চাস প্রদান সহ নানা বিষয়ে আলোচনা করেন । জানা যায় ,বিদ্যালয়টিতে বর্তমানে ৩জন সহকারী শিক্ষক ও ১জন দপ্তরীর পদ খালী রয়েছে । প্রধান শিক্ষকসহ সবাই পদ গুলো পুরণে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন ।