আমান উল্লাহ আমান, টেকনাফ:

টেকনাফ সাবরাংয়ে সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো দুই জন গুরুতর আহত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সাবরাং নুর আহমদ চেয়ারম্যান টেক নামক স্থানে এ দূর্ঘনটনা ঘটে।

নিহতরা হলেন,  টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়া পাড়ার নুরুল আলমের ছেলে মাহাবুবুর রহমান মাবু, সাবরাং আছারবনিয়া এলাকার আব্দুল জলিল প্রকাশ জুুলুর ছেলে মোহাম্মদ ইসমাইল, টেকনাফ সদরের মৌলভী পাড়ার মোহাম্মদ হেলাল।  এসময় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। এই দুইজনের অবস্থাও আশংকজনক বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, সোমবার ভোর রাতে একটি কারগাড়ী যোগে টেকনাফ থেকে সাবরাং যাওয়ার পথে নুর আহমদ চেয়ারম্যান টেক (বাঁক) এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটনা ঘটে।

এদিকে স্থানীয়রা ধারনা করছেন, দ্রুতগতিতে গাড়ী চালিয়ে যাওয়ার কারণে সড়কের টেক (বাঁক) হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটতে পারে।

টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খান জানান, সড়ক দূর্ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।