এম জাফর আলম জুয়েল, ঈদগড় :

রামু উপজেলার ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহামদ ভুট্টোর প্রচেষ্টায় এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। জানা যায়, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহামদ ভুট্টো আনারস প্রতীক নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে অবহেলিত ঈদগড় ইউনিয়নের জনগোষ্ঠীদের সুখে দুঃখে পাশে থেকে সহযোগিতা করছে, সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। চেয়ারম্যান ভুট্টোর সার্বিক প্রচেষ্টায় ইউনিয়নে আইন-শৃঙ্খলার উন্নতি করাসহ সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করছে। এলাকায় শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন, বেকার সমস্যা নিরসন, অপরাধ প্রবনতা মাদকদ্রব্য চোরাচালান নির্মূল করণ ও নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ ও বহুবিবাহ প্রতিরোধ, সমাজের সহিংসতা বন্ধ, বিচার ব্যবস্থায় সহজতর ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা, জনগণকে দুর্নীতি, ঘুষ, দালাল চক্রের হাত থেকে পরিত্রাণ, যুব সমাজকে মাদকদ্রব্য সেবনের হাত থেকে ফিরিয়ে আনার অব্যাহত প্রচেষ্টা থেকে যথাযথ মর্যাদায় আইন-শৃঙ্খলা রক্ষা, পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীদের সার্বিক সহযোগিতা, ঈদগড় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ছগিরা কাটা ও হাসনাকাটা আশ্রয়ন প্রকল্প, ঈদগড় কাঁচা তরকারী বাজার নির্মাণ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। ঈদগড় ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা, টিআর ও সাধারণ কাবিটা, টিআর, ননওয়েজ, অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প শভভাগ বাস্তবায়ন হচ্ছে। ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহামদ ভুট্টো বলেন, সরকারি বিধি মোতাবেক ইউনিয়নের সকল কার্যক্রম পরিচালনা করে আসছি। আমি সারা জীবন জনগণের সেবক হিসেবে কাজ করে যাবো। বর্তমান সরকার দেশের উন্নয়ন মূলক কর্মকান্ডে সহায়ক ভূমিকা পালন করছে।