সংবাদ বিজ্ঞপ্তি
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার হিফজুল কুরআন প্রতিযোগিতার কার্যক্রমের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উখিয়া উপজেলায় সম্পন্ন হয়েছে।
স্থানীয় দারুত তাহযিব মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুস সাত্তারের উদ্বোধনী বক্তব্যে প্রতিযোগিতা শুরু হয়। পবিত্র কোরআনের ভিন্নধর্মী এ প্রতিযোগিতায় আকাশ-বাতাস মুখরিত হয় কচিকাচা শিশুদের মধুর কণ্ঠে তিলাওয়াতের সুরে। বেলা বাড়ার সাথে সাথে দর্শক-শ্রোতাদের আনাগোনা বাড়তে থাকে। এভাবে শতাধিক দর্শক-শ্রোতার উপস্থিতিতে প্রতিযোগিতার মূল পর্ব আরম্ভ হয়।
হাফেজ জহুরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুছ ফরাজী, সহ সভাপতি হ ফেজ মাওলানা নুরুল্লাহ জিহাদী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দীন তাওহীদ ও শিক্ষা সম্পাদক হাফেজ ক্বারী আলমগীর।
মাওলানা হাফেজ আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ক্বারী আবু হারুন মুকাদ্দাস আহমদ। উপস্থিত ছিলেন ৫নং পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব এম গফুর উদ্দীন চৌধুরী, হাফেজ মুবাশ্বের, হাফেজ নুরুল ইসলাম। এছাড়া উখিয়া হুফফাজের দায়িত্বশীলগণ ও বিভিন্ন হিফজ খানার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উখিয়া উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ক (১০পারা), খ (২০পারা) ও গ (৩০পারা) গ্রুপে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে প্রতিগ্রুপে তিন জন করে নিম্নের ৯ জন সর্ব্বোচ্চ নাম্বার পেয়ে জেলা প্রতিযোগিতার জন্য ইয়েস কার্ড প্রাপ্ত হন। তাদেরকে নগদ অর্থ প্রদান করা হয়।

গ গ্রুপ (৩০পারা)
১ম মুহাম্মদ ছাদেক, এশায়াতুল উলুম মাদ্রাসা ও হেফজখানা।
২য় মুহাম্মদ আলম, এশায়াতুল উলুম মাদ্রাসা ও হেফজখানা।
৩য় মুহাম্মদ এরফানুল হক, এশায়াতুল উলুম মাদ্রাসা ও হেফজখানা।

খ গ্রুপ (২০পারা)
১ম মুহাম্মদ আরিফ, মাদ্রাসা দারুত তাহযিব থাইংখালী।
২য় মুহাম্মদ মুবাশ্বের , দারুল কুরআন এবতেদায়ী মাদ্রাসা।
৩য় মুহাম্মদ খাইরুল আমিন, এশায়াতুল উলুম মাদ্রাসা ও হেফজখানা।

ক গগ্রুপ (১০ পারা)
১ম স্বাধীন ইসলাম, মাদ্রাসা দারুত তাহযিব থাইংখালী।
২য় আজিজুল হক, মাদ্রাসা আনাস বিন মালিক (র:) পালংখালী।
৩য় মুহাম্মদ সিফাত, এশায়াতুল উলুম মাদ্রাসা ও হেফজখানা।
নির্বাচিত এ সৌভাগ্যবানগণ ২৫ জানুয়ারি কক্সবাজার জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। শহরের ডায়বেটিক পয়েন্ট সংলগ্ন বিয়াম অডিটরিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।