এম.মনছুর আলম, চকরিয়া:

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়াভুক্ত ১২জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃত আসামীর মধ্যে ডাকাতি, সাজাপ্রাপ্ত, দাঙ্গা-হাঙ্গামাসহ নানা অপরাধের দায়ে এসব আসামীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে।বুধবার দিবাগত রাত বারোটা থেকে পরদিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালায় থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় চকরিয়া থানা পুলিশের কয়েকটি টিম ২৮ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাত্রে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক(এস আই) আলমগীর,সুকান্ত চৌধুরী ও এ এস আই জহির, জুয়েল রায়সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে আদালতের পরোয়াভুক্ত ১২আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃত আসামীরা হলেন,

পৌরসভা হালকাকারা এলাকার বদরমিয়া পুত্র জামাল উদ্দিন(৩০),চিরিংগা নবীর হোসেনের পুত্র জামাল হোসেন(২৫), খুটাখালীর আলী আহমদের পুত্র রায়াজ(২০),কৈয়ারবিল ইসলাম নগর এলাকার আমির হামজা পুত্র আমান উল্লাহ(২৬),সাহারবিলের রফিক আহমদের পুত্র মো.সেলিম(৩৪),তার ভাই সাইফুল ইসলাম(২৭),একই ইউনিয়নের রাসমণির পুত্র বকুল(৪০),আশরাফ আলীর পুত্র মাসুদ আহমেদ(৩০),সোলতান আহমদের পুত্র মো.ফোরকান(৩৫),আবুল কাসেমের পুত্র বাদশা(৩০),সুরাজপুর এলাকার মো.নুরুল হকের পুত্র মো.হোসেন(২৫) ও একই এলাকার নুরুল ইসলামের পুত্র দেলোয়ার হোসেন(৩০)।বিশেষ অভিযান পরিচালনার সময় গ্রেপ্তারকৃত বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, বন লুটের মামলা,সাজাপ্রাপ্ত,দাঙ্গা-হাঙ্গামা মামলাসহ নানা অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিল।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়াভুক্ত ১২জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।গ্রেপ্তারকৃত এসব পরোয়ানাভূক্ত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।