কামাল শিশির ,রামু :

কক্সবাজার রামুর গর্জনিয়ায় পুলিশ ফাড়িঁর বিশ্রামঘর উদ্ধোধনসহ চারা রোপন করলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল । ২৭ডিসেম্বর দুপুরে গর্জনিয়া পুলিশ ফাড়িঁর প্রধান গেইটে নির্মিত বিশ্রামঘর ফিতা কেটে উদ্ধোধন পূর্বক ফুলের চারা রোপনসহ ফাঁড়ি পরিদর্শন করেন তিনি । এ উপলক্ষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ফাঁড়িতে । এসময় উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রুহুল কুদ্দুস,রামু থানা ওসি তদন্ত মিজানুর রহমান ,ফাড়িঁর ইনর্চাজ তদন্ত ওসি কাজি আরিফ উদ্দিন ,কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ঈসমাইল নোমান,গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,সাংবাদিক জয়নাল আবদীন টুক্কু ,হাবিবুর রহমান সোহেল ,গর্জনিয়া যুবলীগ সভাপতি হাফেজ আহমদ,কচ্ছপিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেল ,এএসআই জুয়েল বড়–য়া, কাউসার ,মোস্তফাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ । এ সময় অতিরিক্ত পুলিশ সুপার টুটুল বলেন,বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে দেশে। তেমনি ভাবে গর্জনিয়া-কচ্ছপিয়াতে অস্ত্র,ডাকাত ও সাজাপ্রাপ্ত আসামী আটক করায় এখানকার পরিস্থিতিও অনেক উন্নত হয়েছে । এজন্য তিনি দায়িত্বরত অফিসারদের প্রশংসা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন । এছাড়া তিনি ফাড়িঁর গেইটের সামনে বিশ্রামাঘার ও ফুল বাগান করায় ফাড়িঁর ইনচার্জ সহ এএসআই কাউসারকে ধন্যবাদ জানান । অপরদিকে তিনি উপস্থিত জনতাকে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানান এবং ফাড়িঁটি এখনো অবহেলিত রয়ে গেছে বলে জানান ।পাশাপাশি তিনি জনবল বৃদ্ধিসহ ফাড়িঁর মসজিদ ও ব্র্যাকটি সংস্কার করা হবে বলে আশ্চাস প্রদান করেন ।