মোহাম্মদ হোসেন, হাটহাজারী: 

চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাস সংকট দেখা দিয়েছে। প্রতিদিনই এই সংকটের কারনে দুর্ভোগে পড়েছে বাসা বাড়ির বসবাসরত পরিবার গুলো। রান্না করতে হিমশিম খাচ্ছে গৃহিনীরা।এই সংকটে সবচেয়ে বেশি ভোগান্তি আবাসিক গ্রাহকদের। অনেক এলাকায় চুলা জ্বলছে টিমটিম করে। অনেক এলাকায় চুলা জ্বলছে না বললেই চলে। বিশেষ করে সকাল থেকে বেলা ৫ টা পর্যন্ত সংকট তীব্র। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে হতে দুপুর গড়িয়ে বিকেল, কোথাও বা রাত। এক মাস যাবত গ্যাস সংকট চলছে। এতে করে কয়েক হাজার পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছে। গ্যাস সংকট তীব্র আকার ধারণ করায় অনেকে বিদ্যুৎ চালিত হিটার, কেরোসিনের চুলা,মাটির চুলা বা কাঠের চুলায় রান্নার কাজ সারছেন।

উপজেলার বিভিন্ন স্থান থেকে ভুক্তভোগীরা এ প্রতিবেদককে জানান, গত এক মাস থেকে গ্যাস-সংকটের কারনে রান্না করা যাচ্ছে না। বিশেষ করে উপজেলার আমান বাজার,লালিয়ারহাট,বড়দিঘীপাড়,ফতেয়াবাদ, নন্দীরহাট, ইসলামীহাট, মদনহাট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) এলাকা, চবি ২ নং গেইট এলাকা, ১১ মাইল,হাটহাজারী পৌর সদরের ৯টি ওয়ার্ড এলাকায় অন্তত পক্ষে ৫ হাজারের অধিক আবাসিক গ্রাহক রয়েছে।