চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা।

সোমবার (১৩ নভেম্বর) চিকিৎসকদের বরাত দিয়ে তার বড় ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা জানান।

বাংলানিউজকে তিনি বলেন, বাবাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন- গতকালের (রোববার) থেকে আজ (সোমবার) তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।

‘উন্নত চিকিৎসার জন্যে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। এজন্য ভিসাসহ সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে। ভিসা পেলে কালই (মঙ্গলবার) সিঙ্গাপুরের পথে রওনা দেবো।’

এর আগে রোববার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী।

এরপর অসুস্থতার খবর পেয়ে ওইদিন থেকেই তাকে হাসপাতালে ছুটে যান সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

এ সময় মহিউদ্দিনের পরিবারের সদস্য ছাড়াও চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থাও চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন তারা।

অসুস্থ হয়ে পড়ার পর গত ১১ নভেম্বর রাতে মহিউদ্দিন চৌধুরীকে বন্দরনগরীর মেহেদীবাগের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রোববার স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।