প্রেস বিজ্ঞপ্তি :

আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহি রাস মহোৎসব। খুরুশকুল শ্রীশ্রী রাস বিহারী মন্দির প্রাঙ্গনে সার্বজনীন রাস মহোৎসব উপলক্ষে অনুষ্ঠিত হবে মহতি ধর্মসভা, লীলা প্রদর্শনী ও ষোড়শ প্রহরব্যাপি হরিনাম মহাযজ্ঞ। এ উপলক্ষে ৫ দিনব্যাপি নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে ৪৬তম শ্রীশ্রী রাস মহোৎসব উদ্যাপন পরিষদ। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে-২ নভেম্বর বৃহস্পতিবার শ্রীশ্রী গীতাপাঠ, গীতাপাঠ প্রতিযোগিতা, শ্রীমদ্ভাগবত পাঠ ও মহতি ধর্মসভা। ধর্মসভায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। প্রধান অতিথি থাকবেন সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। রাসতত্ত্ব পরিবেশন করবেন-চট্টগ্রাম শ্রীশ্রী পুন্ডরিক ধামের অধ্যক্ষ ও ইসকনের বিভাগীয় সম্পাদক শ্রীপাদ্ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, চন্দনাইশ শচ্চিদানন্দ ধামের অধ্যক্ষ শ্রীপাদ মিলন গোস্বামী, বাংলাদেশ হরিনাম প্রচার সংঘের সভাপতি শ্রীপাদ নিত্যানন্দ গোস্বামী নয়ন, খুরুশকুল শ্রীশ্রী জগন্নাথ ধামের সভাপতি শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী মহারাজ, উখিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক অজিত দাশ ও ডাঃ কমল হরি পাল। ৩ নভেম্বর শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস ও বিশিষ্ট পদাবলী কীর্তনীয়া শিশু শিল্পী অনন্যা দত্তের পরিবেশনায় ধর্মীয় সংগীতানুষ্ঠান। ৪ ও ৫ নভেম্বর অহোরাত্র হরিনাম মহাযজ্ঞ এবং প্রসাদ বিতরণ। ৬ নভেম্বর হরিনাম মহাযজ্ঞের পূর্ণাহুতি। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানের প্রতিটি পর্বে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন শ্রীশ্রী রাস মহোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট নেপাল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক স্বপন পাল ও অর্থ সম্পাদক মাস্টার পিকলুময় পাল।