সিবিএন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণায়ের মাননীয়মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন।
মন্ত্রী সকাল ১১ টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সড়ক পথে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নলকুপ ও টেউটিন বিতরণ ও ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত চিকিৎসা সেবাকেন্দ্রসমূহ পরিদর্শন করবেন।
উখিয়া থেকে বিকাল ৫ টায় কক্সবাজার শহরে এসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করবেন এবং কক্সবাজার সার্কিট হাউসে রাত্রি যাপন করেবেন।
পরের দিন ১৮ অক্টোবর সকাল ৯ টায় সার্কিট হাউস মিলনায়তনে জেলার শীর্ষস্থানীয় আলেম-ওলামা, পির মাশায়েখ ও সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করবেন। বিকাল সাড়ে ৩টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
ধর্মমন্ত্রীর সাথে আরো আসছেন- মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণর এর গভর্ণর আলহাজ্ব এড. শেখ মোঃ আবদুল্লাহ, আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী, শায়খ আল্লামা গোলাম মাওলা নকশবন্দী।
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।