সিবিএন ডেস্ক:
বৈশাখ উপলক্ষে প্রকাশ হচ্ছে খন্দকার বাপ্পির কণ্ঠে ও অনুরূপ আইচের কথায় ‘তাকডুমাদুম’ শিরোনামের গান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত কর। সিডি ভিশনের ব্যানারে লিরিক্যাল ভিডিও প্রকাশ হচ্ছে আগামী ৫ তারিখ। এর পর মিউজিক ভিডিও আকারে প্রকাশের ইচ্ছে আছে বৈশাখের আগেই।

গানটি নিয়ে গীতিকবি অনুরূপ আইচ বলেন, ‘এক বছর ধরে গানটি তৈরি করছি। এ জন্য অমিত দাকে ধন্যবাদ দিতে চাই। দাদা অনেক কষ্ট করেছে গানটি নিয়ে। আমাদের ইচ্ছে ছিল, গত বৈশাখেই গানটি প্রকাশ করার। অবশেষে গানটি প্রকাশ হচ্ছে এবারের বৈশাখে। আমার বিশ্বাস, বৈশাখের গান হিসেবে এ গানটি শ্রোতারা পছন্দ করবেন।’

কণ্ঠশিল্পী খন্দকার বাপ্পি বলেন, “চার বছরে অনুরূপ আইচ দাদার সঙ্গে বেশ কিছু গান তৈরি করা হয়েছে। এর মধ্যে ‘মাররে ছক্কা’, ‘ঈদ এসেছে’, ‘শোন মানুষ’, ‘ভাষা তোমার জন্য’, ‘নাচ পাগলা’ প্রমুখ। এ গানগুলো আমাদের দুজনেরই পরিকল্পনায় করা হয়েছে। দাদার সঙ্গে আমার রসায়নটা দারুণ। বৈশাখের এ গানটিও আমাদের যৌথ প্রয়াস। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে গানটি।”

 

সম্পাদনা: ইমাম খাইর/সিবিএন