প্রেস বিজ্ঞপ্তি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস কক্সবাজার সিটি কলেজে উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। গতকাল ১৭ মার্চ সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন কলেজ অধ্যক্ষ ক্যথিং অং,উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেকসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ। পরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ক্যথিং অং এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ক্যথিং অং তার বক্তব্যে বলেন,সাধারণ কৃষক পরিবারে জন্ম নিয়ে নিজেই একটি স্বাধীন দেশের জন্ম দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তার জন্ম না হলে হয়তো বাংলাদেশ সৃষ্টি হতো না। তার রাজনীতি ছিলো, সাধারণ মানুষের রাজনীতি। সাধারণ মানুষের মুক্তির দিশা। অধ্যক্ষ ক্যথিং অং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর আদর্শ চর্চা করার আহ্বান জানান।

ইসলামের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র জাহাঙ্গার আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক নুরুল আবছার চৌধুরী। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক,অধ্যাপক গোপাল দাশ, অধ্যাপক শাহানুর আক্তার, অধ্যাপক হাশেম উদ্দীন, অধ্যাপক মঈনুুল হাসান পলাশ, অধ্যাপক তসলিমা রশিদ, অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমা,কর্মচারীদের পক্ষে আব্দুল গফুর ও শাহাদাত হোসেন। শিক্ষার্থীদের পক্ষে মিজানুর রহমান ও রুহুল আমিন।

সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিনের কেক কাটেন অধ্যক্ষ ক্যথিং অংসহ শিক্ষকবৃন্দ।