শাহেদ মিজান, সিবিএন: বাড়ি, গাড়ি, জমি, দোকান, ফ্ল্যাটসহ অঢেল সম্পদের মালিক বনেছেন কক্সবাজার শহরের ঝাউতলাস্থ সুইচ কেক এন্ড পেস্টি শপ’র স্বত্ত্বাধিকারী আজিম উদ্দীন। সুইচ’র মাত্র দুটি শাখা দিয়ে কিভাবে এত বিপুল সম্পদের মালিক হওয়া যায় তা নিয়ে এতোদিন ছিলো রহস্য!