বার্তা পরিবেশক :

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব) মো: মাহফুজুর রহমান গতকাল বৃহস্পতিবার কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সদর উপজেলা ভূমি অফিসে নবনির্মিত রেকর্ডরুম-২, ভূমি অফিসে আগত সেবাপ্রার্থীদের জন্য ভূমি সেবা ঘর,ই রেকর্ডরুম ম্যানেজমেন্ট সিস্টেমসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সদর উপজেলা ভূমি অফিসে বিভিন্ন জনবান্ধব উদ্যোগ গ্রহনের মাধ্যমে আন্তরিকতার সাথে ভূমি সেবাপ্রার্থীদের ভূমি সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। তিনি এ সকল উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের জন্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পংকজ বড়ুয়াসহ সকলকে ধন্যবাদ জানান।