প্রেস বিজ্ঞপ্তি :
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে লন্ডনে মিয়ানমার দূতাবাসের সামনে “কক্সবাজার এসোসিয়েশন ইউকে” কর্তৃক এক বিক্ষোভ প্রদর্শন করা হয়। গত ২২ শে সেপ্টেম্বর শুক্রবার বিক্ষোভ সমাবেশে জোর দাবি তোলা হয় অনতিবিলম্বে রোহিঙ্গা গণহত্যা বন্ধ করতে হবে এবং বাংলাদেশে অবস্থানরত সকল রোহিঙ্গা শরনার্থীদের তাদের সকল নাগরিক সুবিধা দিয়ে ফিরিয়ে নিতে হবে। এই পরিকল্পিত মানবিক বিপর্যয় কোনভাবেই কাম্য নয়। সমাবেশে উল্লেখ করা হয় যতদ্রুত সম্ভব জাতিসংঘ মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরী। “কক্সবাজার এসোসিয়েশন ইউকে” কর্তৃক মিয়ানমার রাষ্ট্রদূত বরাবর এই পরিকল্পিত গণহত্যা স্মারকলিপি পাঠানো হয়। বিক্ষোভ সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি ফরিদুল আলম এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন। আরো উপস্থিত ছিলেন ডঃ শাহেদ চৌধুরী, ব্যারিষ্টার সরওয়ার কামাল, শহীদুল্লাহ খান মোহাম্মদ জোয়াদ, মোহাম্মদ সফিউল্লাহ, আবু শউকত, মাসুম হালিম, আরমান, মঈনুল, বশির জাহান সহ আরো অনেকে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।