সংবাদদাতা :
কক্সবাজার ছাত্রলীগ রোহিঙ্গাদের সেবায় ছিল আছে। ০৫ই অক্টোবর, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার  সভাপতি  ইশতিয়াক আহম্মেদ জয় ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম এর নির্দেশনায় কক্সবাজার জেলা ছাত্রলীগের অন্যতম সু-শৃংখল ইউনিট। কক্সবাজার শহর ছাত্রলীগের  সভাপতি হাসান ইকবাল রিপনের নেতৃত্ব কক্সবাজার শহর শাখার বিভিন্ন ওয়ার্ড, কলেজ ও ইউনিট সমুহের সভাপতি /সাধারণ সম্পাদকের সমন্বয়ে বালুখালিস্থ বাংলাদেশ ছাত্রলীগের মনিটরিং সেল এ-সারাদিন রোদ -বৃষ্টি উপেক্ষা করে পরিশ্রমী শহর ছাত্রলীগ সভাপতি রিপনের নেতৃত্বে ও কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের ছাত্রনেতা শাকিব রেজা, মো:ইমরান ও জুনায়েদ এর সহযোগিতাই প্রায় ২০০জন বিভিন্ন রোগের রোগীকে ওষুধ বিতরন করেন। আরো উপস্থিত ছিলেন কক্সবাজার টেকনিক্যাল কলেজের সভাপতি জিন্নাত,সাধারণ সম্পদক ইসমাইল সোহাগ,ও রবিণ ৩নং ওয়ার্ড এর সভাপতি বাপ্পী,১নং ওয়ার্ড নেতা আরমান ও রেজাউল, ৫নং ওয়ার্ড এর ছাত্রনেতা মিযান,৮নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক রায়হান সুবেদার, ১২নং ওয়ার্ড এর সভাপতি শাহেদ আলম,ও সাধারণ সম্পাদক নাফিস ইকবাল,
সৈকত পলিটেকনিক এর সাধারণ সম্পাদক মামুন,ও কক্সবাজার এর ঐতিহ্যবাহী মাদ্রাসা হাশেমিয় আলীয়া  মাদ্রাসার সভাপতি জামাল বিন তাহের,ও কেন্দ্রীয় বাসটারমিনল ইউনিট এর সাধারণ সম্পাদক মেধবীছাত্রনেতা শহিদ…
সহ আরো অসংখ্য কক্সবাজার শহর ছাত্রলীগ নেতৃত্ব।।