প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার জেলার উচ্চ শিক্ষার আলোক বর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে এই কলেজে ১০ টি বিষয়ে জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স চালু রয়েছে। এই ১০ টি বিষয়ে বিগত শিক্ষাবর্ষ তথা ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল ১০৫০ টি। কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বর্তমান ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে আরো ২৬০ টি আসন বৃদ্ধি করে বর্তমানে আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৩১০ টি। ফলে এতদ্্অঞ্চলের ১৩১০ জন মেধাবী শিক্ষার্থী এখন থেকে এ কলেজে অনার্স পড়ার সুযোগ পাবে।
বর্ধিত আসন সমূহের মধ্যে বাংলায় ১০টি, ইংরেজিতে ৪০ টি, ইতিহাসে ৫০ টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪০ টি, রাষ্ট্রবিজ্ঞান ২৫টি, অর্থনীতি ৩০টি, ব্যবস্থাপনা ০৫টি, উদ্ভিদবিদ্যা ২৫টি ও গণিত বিষয়ে ৩৫ টিসহ মোট ২৬০ টি আসন বৃদ্ধি পেয়েছে।
শিক্ষায় অনগ্রসর এই অঞ্চলের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আসন সংখ্যা বৃদ্ধি করায় কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি কলেজের একাডেমিকসহ সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারি, অভিভাবক ও কক্সবাজারের সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।