হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফ-কক্সবাজার সড়কের ধেছুয়াপালংয়ে সী-লাইন ও মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে মোটর সাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদারপাড়া এলাকার মোহাম্মদ শামসুল আলমের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৫) বলে পুলিশ নিশ্চিত করেছে।

জানা যায় বুধবার ৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধেছুয়াপালং মোল্লার দোকানের সামনে উখিয়াগামী সী-লাইন ও বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল মুখামুখী সংঘর্ষে টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদারপাড়া এলাকার মোহাম্মদ শামসুল আলমের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৫) ঘটনাস্থলে নিহত হন। তুলাবাগান হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: মুজাহিদুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।