হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

বিজিবি টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মুল্যের ১ লক্ষ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বলে জানা গেছে। অভিযানে নেতৃত্ব দেন শাহপরীরদ্বীপ বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নান। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আরিফুল ইসলাম বলেন ‘২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদীতে নিয়মিত টহলে গমন করে। ৪ অক্টোবর রাত ১টার দিকে নাফ নদীতে টহলকালীন ওবিএম পোষ্ট সংলগ্ন নাফ নদীর কিনারায় একটি বস্তা ভাসমান অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে টহলদল উক্ত বস্তাটি নদীর পাড়ে এনে খুলে তল্লাশী করে ৩ কোটি টাকা মূল্যমানের ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।